বিকাশ একাউন্ট কি এবং এর প্রয়োজনীয়তা
বিকাশ বাংলাদেশের সবথেকে বহুল ব্যবহৃত জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম। এটি ব্র্যাক ব্যাংক কর্তৃক পরিচালিত, দৈনন্দিন জীবনে বিকাশ একাউন্ট ব্যবহারের সময় অনেকসময়ই বিকাশ পিন রিসেট এর প্রয়োজন হয়। নিচে বিকাশ একাউন্ট এর পিন রিসেট এর পদ্ধতি ব্যাখ্যা করা হলো।![]() |
যেভাবে বিকাশ এর পিন রিসেট করবেন |
বিকাশ পিন কি কারণে লক হতে পারে?
তিনবারের বেশি ভুল পিন দিলে বিকাশ একাউন্ট সয়ংক্রিয় ভাবে লক হয়ে যাবে।
এছাড়াও বিকাশ লিমিটেড চাইলেও নানাবিধ কারণে আপনার একাউন্টটি লক করে দিতে পারে, যদিও আপনি 3বার ভুল পিন না দেন।
যেভাবে বিকাশ পিনটি রিসেট করবেনঃ
আপনি খুব সহজেই *247# ডায়াল করে আপনার বিকাশ পিনটি রিসেট করতে পারবেন।
>>> প্রথমে *247# ডায়াল করে বিকাশ মেনু ওপেন করে নিন।
>>> এবার মেনু থেকে 10 নাম্বার অপশন টি সিলেক্ট করুন
>>> এখন আপনি আপনার NID/Passport/Driving License number দিন যেটি আপনার বিকাশ একাউন্ট খোলার সময় ব্যবহার করেছেন।
>>> আপনার জন্মসাল দিন (ভোটার আইডি বা ডাকুমেন্ট অনুযায়ী)
>>> সর্বশেষ 10টি লেনদেন করেছেন লাস্ট 90দিনে এমন একটি লেনদেন এর তত্য দিন
>>> লেনদেন এর পরিমান দিন
>>> এরপর sms এর মাদ্ধমে আপনাকে একটি টেম্পোরারি পিন পাঠানো হবে।
>>> এখন *247# ডায়াল করুন নতুন পিন সেট করতে
>>> 1 নাম্বার অপশন সিলেক্ট করুন My bKash মেনু যে যেতে।
>>> আবার সিলেক্ট করুন 1 পিন রিসেট করতে
>>> এখন sms থেকে যে টেম্পোরারি পিন পেয়েছেন সেটি দিন
>>> এখন আপনি আপনার পিন সেট করুন (মনে রাখবেন, এখন আপনি পছন্দ মত 5ডিজিট এর পিন সেট করে নিন, মনে রাখবেন আপনার সেট করা পিনটি যেন ইতিমধ্যে ব্যবহার না হয়ে থাকে এবং পিনটি যেন “0” দিয়ে শুরু না হয়)
>>> আপনার দেয়া পিনটি পুনরায় দিন
>>> আপনার পিনটি সফল ভাবে পরিবর্তন হয়েছে।
আপনি চাইলে বিকাশ এর অফিসিয়াল ভিডিও দেখে আপনার পিনটি রিসেট করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।