ঈদে মুক্তি প্রাপ্ত সেরা গানগুলোর আদ্যোপান্ত




প্রতিবছর ঈদ উপলক্ষে আমাদের দেশে অসংখ্য গান প্রকাশীত হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও বেশ কিছু গান মুক্তি পেয়েছে এর মধ্যে সেরা কিছু গান নিয়েই আজকের পর্ব।চলুন শুরু করা যাক।

প্রথমে আসা যাক শাকিব খানের প্রিয়তমা মুভির ঈদ সং

কোরবানী কোরবানী গান (Qurbani Qurbani Song) :

 

কোরবানী কোরবানী গানটি গেয়েছেন আকাশ সেন, গীতিকার ও সুরকার আকাশ সেন। গানটি কলকাতার হংসধ্বনি স্টুডিও থেকে। গানটির সত্ত্বাধিকারী প্রতিষ্টান ভার্সেটাইল মিডিয়া। এবং গানটিতে অভিনয় করেন শাকিব খান ও ইধিকা পাল। গানটি মুক্তি পেয়েছে SK films এর ব্যানারে।

ঈদে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় আর একটি গান হলো:

ও প্রিয়তমা (O Priotoma) Full Song)

ও প্রিয়তমা গানটি গেয়েছেন বালাম ও কোনাল। দীর্ঘদিন পর ও প্রিয়তমা গানটির মাধ্যমে দীর্ঘ বিরতির পর জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম সঙ্গীত জগতে আবার ফিরেছেন, ও প্রিয়তমা গানটির গীতিকার আসিফ ইকবাল। সংগীত পরিচালনায় আকাশ সেন। গানটির সত্ত্বাধিকারী প্রতিষ্টান ভার্সেটাইল মিডিয়া। এবং গানটিতে অভিনয় করেন শাকিব খান ও ইধিকা পাল। গানটি মুক্তি পেয়েছে SK films এর ব্যানারে।

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের আরেকটি জনপ্রি গান ” ঈশ্বর” (Eshwar)

 

ঈশ্বর গানটি গেয়েছেন রিয়া, ঈশ্বর গানটির গীতিকার সমেশ্বর ওলি। গানটি কম্পোজিশন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।গানটির সত্ত্বাধিকারী প্রতিষ্টান ভার্সেটাইল মিডিয়া। এবং গানটিতে অভিনয় করেন শাকিব খান ও ইধিকা পাল। গানটি মুক্তি পেয়েছে SK films এর ব্যানারে।

ঈদে প্রচারিত অন্যতম সেরা একটি গান হলো গা ছুঁয়ে বলো (Ga Chuye Bolo Afran Nisho)

 

বাংলাদেশের মিউজিক ভিডিও জগতের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়ও একটি নাম তানজীব সারোয়ার, গা ছুঁয়ে বলো গানের মাধ্যমে সিনেমাতে সংগীত শিল্পী হিসেবে উত্থান হলো তানজীব সারোয়ারের, গানটিতে তানজীব সরোয়ারের সহ শিল্পী হিসাবে ছিলেন অবন্তী সিঁথি। গানটির গীতিকার ও সুরকার তানজীব সারোয়ার। গানটি চরকি অফিসিয়াল চ্যানেল থেকে মুক্তি পেয়েছে।

এছাড়াও আরো অনেক গান মুক্তি পেয়েছে, সেগুলা নিয়ে আগামী পর্বে আলোচনা করা হবে।

ধন্যবাদ সবাইকে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.