প্রতি বছরের মত এই বছরেও ঈদে কয়েকটি চলচিত্র মুক্তি পেয়েছে ঈদে মুক্তি প্রাপ্ত সিনেমা গুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
- প্রিয়তমা
- সুড়ঙ্গ
- প্রহেলিকা
- ক্যাসিনো
লাল শাড়ি
- প্রিয়তমা
- সুড়ঙ্গ
- প্রহেলিকা
- ক্যাসিনো
- লাল শাড়ি
১. প্রথমে আলোচনা করা যাক সাকিব খানের প্রিয়তমা নিয়ে:
হঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলির মধ্যে প্রথমে আসে প্রিয়তমা, গ্যাংস্টার ও লাভ ট্র্যাজেডি নিয়ে সাকিব খানের বহুল আলোচিত প্রিয়তমা মুভিটির পরিচালক হিমেল আশরাফ। প্রিয়তমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত কলকাতার টিভি সিরিয়াল অভিনেত্রী ইধিকা পল। আরো রয়েছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মি, লুৎফর রহমান খান সীমান্ত, সহিদ উন নবী, ডন এবং আরো অনেকে, মুভিটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া এবং মুভিটি মুক্তি পেয়েছে ২৯ জুন ২০২৩।
২. প্রথম বারের মত ছোট পর্দা তথা টিভি নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশোর সুড়ঙ্গ।
সুড়ঙ্গ মুভিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সুড়ঙ্গ মুভিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। থ্রিলার জনরার মুভিটিতে আরো অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, মোস্তফা মনোয়ার এবং শহীদুজ্জামান সেলিম। মুভিটি জনপ্রিয় অটিটি প্লাটফর্ম চরকির ব্যানারে ঈদের দিন মুক্তি পেয়েছেন এবং এই মুভির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটলো আফরান নিশোর। মুভিটি ইতিমধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।
৩. এবছরের অন্যতম মুভি শবনম বুবলী অভিনীত প্রহেলিকা:
জনপ্রিয় পরিচালক চয়নিকা চোধুরীর পরিচালনায় এবং শবনম বুবলী অভিনীত প্রহেলিকা। রহস্য জনরার মুভি প্রহেলিকার মাধ্যমে অনেকদিন পর চলচিত্র জগতে ফিরলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। মুভিটিতে শবনম বুবলির স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এই বছরের আলোচিত ওয়েব সিরিজ মাইসেলফ এলেন স্বপন এর অভিনেতা নাসির উদ্দিন খান।
৪. এই ঈদে শবনম বুবলির আরো একটি মুভি মুক্তি পেয়েছে নাম তার ক্যাসিনো
শবনম বুবলী ও নীরব হাসান অভিনীত ক্যাসিনো মুভিটি পরিচালনা করেছেন সৈকত নাসির, চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন আসাদ জামান। ক্যাসিনো মুভিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান। আরো রয়েছেন ডন, দিলরুবা, দোয়েল, আসাদুজ্জামান আসাদ প্রমুখ
৫. সর্বশেষ পাঁচ নাম্বারে রয়েছে লাল শাড়ি চলচিত্র:
ঢালিউড কুইন খ্যাত এবং নায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিস্বাস অভিনীত লাল শাড়ি মুভিটি গ্রাম বাংলার তাঁত শিল্প নিয়ে রচিত এই চলচিত্রে অপু বিস্বাস এর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। লাল শাড়ি মুভিটি অপু বিস্বাস এর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান বিস্বাস ফিল্মস এর ব্যানারে নির্মিত হয়েছে। মুভিটিতে অপু বিস্বাসের ফিটনেস নিয়ে দর্শকরা বহুল সমালোচনা করেছেন।