চঞ্চল চৌধুরী অভিনীত বিখ্যাত নাটক এবং মুভির নাম এবং বিস্তারিত:
চঞ্চল চৌধুরী বাংলাদেশের গুণী এবং এসময়ের সেরা একজন অভিনেতা। বাংলাদেশের চলচিত্র যে কয়জন মানুষের হাত ধরে নতুন মাত্রা পেয়েছে তারমধ্যে চঞ্চল চৌধুরী অন্যতম। তিনি বাংলাদেশ চলচিত্র পুরস্কার 2বার পেয়েছেন।
চঞ্চল চৌধুরী জানা অজানা তথ্য:
বরেণ্য এই অভিনেতার জন্ম 01/06/1974 (পহেলা জুন 1974 সালে পাবনা জেলায়) তিনি জন্মগত ভাবে সনাতন ধর্মাবলম্বী। শুরুতে তিনি সেনাবাহিনী অফিসার হতে চেয়েছিলেন। যদিও পরবর্তিতে মঞ্চ নাটকে যোগদানের জন্য তার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়নি আর। তিনি তার গ্রাজুয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন।
তার একটি ছেলে সন্তান রয়েছে যার নাম হল: শৈশব রুদ্র শুদ্ধ
চঞ্চল চৌধুরী অভিনীত বিভিন্ন মুভি এবং সাল:
মনপুরা (2009)
মনের মানুষ (2011)
টেলিভিশন (2012)
আয়নাবাজি (2016)
দেবী: মিসির আলি প্রথমবার (2018)
হাওয়া (2022)
চঞ্চল চৌধুরী অভিনীত টিভি নাটক ও ধারাবাহিক:
শিলালিপি (2004)
টিনের তলোয়ার (2005)
তালপাতার সেপাই (2006)
নুরুন্নাহার (2006)
গরুচোর (2006)
স্বপ্নের বিলাত (2007)
এতিমখানা (2007)
ভবের হাট (2007)
টুনটুনি ভিলা (2008)
মামা ভাগিনা (2008)
ঘর কুটুম (2008)
ঢোলের বাদ্য (2008)
কলেজ স্টুডেন্ট (2008)
পত্র মিতালি (2008)
পাত্রী চাই (2008)
ওয়ারেন (2009)
আলতাসুন্দরী (2009)
সিন্দ্রেলা (2009)
গাধা নগর (2010)
সাকিনসারিসূরী (2010)
খেলা (2010)
হারকিপ্টে (2010)
লেখক শ্রী নারায়ণ চন্দ্র দাস (2011)
উজান গাঙের নাইয়া (2014)
ইডিয়ট (2012)
ভাঙ্গন (2017)
ইচ্ছে মানুষ (2017)
মেন্টাল ফ্যামিলি (2018)
আয়েশা (2018)
সহরালি (2019)
রুপা ভাবি (2020)
কিংকর্তব্যবিমূঢ় (2020)
ডার্ক রোস্টেড কফি (2021)
সন্ধ্যা পান্ডা (2023)
ওয়েব সিরিজ (বাংলাদেশ ও ভারত)
নীল দরজা (2019)
তাকদীর (2020)
কন্টাক্ট (2021)
উনলৌকিক (2021)
ডার্ক রুম (2021)
লেডিস এন্ড জেন্টল ম্যান (2021)
বলি (2021)
জাগো বাহে (2021)
পেট কাটা শ (2022)
কারাগার 1 (2022)
কারাগার 2( 2022)
ওভার ট্রাম্প (2023)